কমিউনিটি ক্লিনিকঃ
নামঃ হামানকর্দ্দি কমিউনিটি ক্লিনিক।
কমিউনিটি ক্লিনিক থেকে যত নারী পুরুষ যে সব সেবা পান তার বিবরণ নিম্নে দেওয়া হলঃ
উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী –পুরুল, বৃদ্ধ-যু্ব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
· ডায়রিয়া রোগীদের জন্য ত্তআরএস সরবরাহ করা হয়।
· হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
· জাতীয় যক্ষ্মা ত্ত কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আত্ততায় যক্ষ্মা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
· শিশু ত্ত মহিলাদের ইপিআই কার্যক্রমের আত্ততায় প্রতিষেধক টিকা দেয়া হয়।
· উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য , পুষ্টি ত্ত প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়।
· উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর –কিশোরী ত্ত সক্ষাম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ত্ত পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
· প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
· আগত রোগী ত্ত তাদের আত্নীয় –স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ত্ত উপদেশের জন্য সংশ্লিট চিকিৎগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
· উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হায় এমন জায়গায় স্থাপিত আছে। নোটিশ বোর্ড প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।
· সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।
· বোর্ডে মজুদ ঔষধের তালিকা , প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা টানানো আছে।
নামঃ হামানকর্দ্দি কমিউনিটি ক্লিনিক
ক্রমিক নং |
কমিটির নাম |
পদবী |
মোবাইল নম্বর |
|
মোঃ আবুল হোসেন খান |
সভাপতি |
০১৭২১৮১৩২৩৭ |
|
মোঃ মোসলে উদ্দিন |
সহ সভাপতি |
০১৭১১৬৪৭৭৭৪ |
|
জাহেদা বেগম |
সহ সভাপতি |
০১৯৩৩৬৫৯০৫৬ |
|
মোঃ ইসমাঈল গাজী |
কোষাধ্যক্ষ |
০১৮২৪৫৩৩৬৩৬ |
|
মোঃ শিহাব উদ্দিন পাটওয়ারী |
সদস্য সচিব |
০১৯২০৯৩৩৭৮৪ |
|
তাহমিনা আক্তার |
সদস্য সচিব |
০১৯২০০২০৭৩৯ |
|
মোঃ গোলাফ খান |
সদস্য সচিব |
০১৭২৭২৬০০০৪ |
|
হারুন খান |
সদস্য সচিব |
|
|
নুরুজ্জামান খান বাবলু |
সদস্য সচিব |
০১৭১৪৯২৩০১৯ |
|
ফাহিমা বেগম |
সদস্য সচিব |
|
|
আলমগীর গাজী |
সদস্য সচিব |
|
|
পমিলা ঘোষ |
সদস্য সচিব |
|
|
বারেক খান |
সদস্য সচিব |
০১৭১৬১৭৫৮০৫ |
|
মনু গাজী |
সদস্য সচিব |
|
হামানকর্দ্দি কমিউনিটি ক্লিনিক উদ্ভোধন করেনঃ-
ডাঃ মোঃ আব্দুল মতিন ভূঁইয়া
পরিচালক স্বাস্থ্য ,চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম
তারিখঃ ৬ই অক্টোবর২০০১।
· কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
১। নামঃ ডাঃ ইশা মুঃ বাকের
পদবীঃ সহকারী সার্জন
ফোনঃ ০১৭৪০৯৩২৭৯৪।
২। নামঃ মোঃ মরিন হোসেন তালুকদার
পদবীঃ স্বাস্হ্য পরিদর্শক
ফোনঃ ০১৮১৯৪৫৬৬৮৭।
৩। নামঃ তাহমিনা আক্তার
পদবীঃ স্বাস্হ্য পরিদর্শক
ফোনঃ ০১৯২০০২০৭৩৯।
৪। নামঃ মোঃ শিহাব উদ্দিন পাটওয়ারী
পদবীঃ সি.এইচ.সি .পি
ফোনঃ ০১৯২০৯৩৩৭৮৪।
৫। নামঃ বিলকিছ আক্তার
পদবীঃ সহকারী স্বাস্থ্য পরিদর্শক
ফোনঃ ০১৮১১৩৯৮৬৮৫।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস