Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র

 

কী সেবা কীভাবে পাবেন

      পরিবার পরিকল্পনা সেবা সমুহঃ

 

       অস্থায়ী পদ্ধতি সমুহঃখাবার বড়ি,কনডম,ইনজেকশন(FWA)মাঠকর্মীরা বাড়ি বাড়ি ঘুরে সরবরাহ করে থাকে।

 

       ইমপ্লানন,আই ইউডি ও স্থায়ী পদ্ধতি সমুহ(পরুষ ও মহিলাদের)ঃ থানা পযার্য়ে পরিবার পরিকল্পনা কার্যালয়ের হেড কোয়াটার ক্লিনিক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এবং অস্থায়ী ক্যাম্পে এ সেবা প্রদান করা হয়।

 

      মাও শিশু স্বাস্থ্য সেবাসমুহঃ

             

গর্ভবতী ও গর্ভত্তোর সেবা ঃস্যাটেলাইট ক্লিনিক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ,থানা সমুহের হেড কোয়াটার ক্লিনিক, জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা গ্রহীতারাউপস্থিত হয়ে (বিনামুল্যে) সেবা গ্রহন করতে হয়।

             

প্রসুতি সেবাঃমান উন্নিতস্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং জেলা পর্যায়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা প্রদান করা হয়(বিনামুল্যে)।সিজারিয়ান অপারেশনের মাধ্যমে প্রসুতি মায়েদেরসেবা(বিনামুল্যে) মা ও শিশু কল্যাণ কেন্দ্রেসেবা দেওয়া হয় ।

 

প্রজনন স্বাস্থ্য ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সেবাঃ

 

মা ও শিশু কল্যাণ কেন্দ্র,উপেজলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে হেড কোয়াটার ক্লিনিকে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, স্যাটেলাইট ক্লিনিকে এবং পরিবার কল্যাণ সহকারীদের মাধ্যমে এ সেবা প্রদান করা হয়।

 

                        উদ্বুদ্ধকরণ কার্যক্রমঃ

 

বিভিন্ন দিবস ও সেবা সপ্তাহের মাধ্যমে এবং দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা অফিসের অডিও ভিজুয়াল ইউনিট/ ভ্যান দ্বারা ঠাকুরগাঁ, দিনাজপুর ও জয়পুরহাট জেলারবিভিন্ন প্রত্যন্ত অঞ্ছলে উদ্বুদ্ধকরন চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে পরিবার পরিকল্পনা,নিরাপদ মাতৃত্বসেবা বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েপরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকের মাধ্যমে উঠোন বৈঠকের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম সম্পাদন করা হয়।

 

১০নং লক্ষীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সিটিজেন চার্টারঃ-

 

১। হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া সকলের অধিকার

২। বহির্বিভাগে সকাল ৮.৩০ টা হইতে বিকাল ২.৩০ পর্যন্ত(সরকারী ছুটির দিন ছাড়া)

৩। জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা (সরকারী ছুটি এবং অন্যান্য সকল ছুটির দিনেও)

৪। বহির্বিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

৫। সরবরাহ সাপক্ষে ঔষধসমূহ বিনামূল্যে প্রদান, তবে চিকিৎসার প্রয়োজনে কোন কোন ঔষধ  কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।

৬। ভর্তি রোগীদের বিনামূল্যে খাবার সরবরাহ

৭। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে রক্ত, মল-মূত্র, কফ পরীক্ষা এবং এক্স-রে সুবিধা

৮। ডায়রিয়া রোগীর জন্য ওআরটি কর্ণারসহ ২৪ ঘন্টা চিকিৎসা সুবিধা

৯। দিবা-রাত্রি ২৪ ঘন্টা জরুরী প্রসূতি সেবা (ডেলিভারী) চিকিৎসা সুবিধা

১০। বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সাধারণ ও মেজর অপারেশন সেবা

১১। স্বাস্থ্যকর্মীর সরাসরি তত্ত্বাবধানে (ডটস) যক্ষারোগের চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ।

১২। ০-১ বছর বয়সী শিশুদের ডিপথেরিয়া ,হুপিংকাশি, ধনুষ্টংকার, হাম ও পোলিও, যক্ষাও হেপাটাইটিস রোগের প্রতিষেধক টিকা।

১৩। ০-৫ বছর বয়সী শিশুদের আইএমসিআই কর্ণারে আলাদাভাবে চিকিৎসা সেবা ।

১৪। নিউমোনিয়া রোগের চিকিৎসা সেবা

১৫। ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের সিডিউল মোতাবেক টিটি ৫ ডোজ ধনুষ্টংকারের টিকা ।

১৬। হাসপাতালে আগত রোগী ও রোগীর সঙ্গীদের স্বাস্থ্য , পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষাদান।

১৭। সক্ষমদম্পতিদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান ও পদ্ধতি নির্বাচনে সহায়তা

১৮। বিভিন্ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে রেফারকৃত রোগীদের অধিকতর গুরুত্ব  সহকারে সেবা প্রদান।

১৯। প্রয়োজনবোধে উন্নত চিকিৎসার জন্য কোন কোন রোগীকে জেলা হাসপাতালে রেফার করা।

২০। ভর্তিযোগ্য রোগীদের আন্তঃবিভাগে ভর্তি ও চিকিৎসা সেবা ।

২১। সরকারী নীতিমালার আওতায় এ্যাম্বুলেন্স সার্ভিস সকলের জন্য উম্মুক্ত।