চাঁদপুর সদর লক্ষীপুর কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/ প্রাণি হাসপাতাল । ইহা অতীব পুরাতন একটি কৃত্রিম প্রজনন উপকেন্দ্র প্রাণি হাসপাতাল। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে সমস্তসেবা সমূহ প্রদান করিয়া থাকে।
১। গবাদি পশুর কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত দুধালো জাত সৃষ্টির লক্ষ্যেকৃত্রিম প্রজনন কার্যক্রম চলিয়া আসছে।
২। চাঁদপুর সদর প্রাণি হাসপাতাল থেকে ভেটেরিনারি মেডিকেল টিম বেশ কিছু জটিল রোগ নিরাময়ের লক্ষ্যে প্রতিষেধক টিকা প্রদান করিয়া আসছে।
৩। ইহা ছাড়া গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা যথারিতি ভাবে চালাইয়া আসছে। আর জটিল রোগ ব্যাধির জন্য সদর প্রাণি হাসপাতাল থেকে সার্জন ডাক্তার গণ এসে চিকিৎসা দিয়া থাকেন।
অসুবিধাঃ লক্ষীপুর কৃত্রিম প্রজনন উপকেন্দ্র/ প্রাণি হাসপাতালের কৃত্রিম প্রজনন ও চিকিৎসা কার্যক্রম চালানোর জন্য পানি অপরিহার্য । বহু দিন যাবৎ উক্ত প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানির অভাব। উক্ত প্রতিষ্ঠানের আশে পাশে কোন বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। তাই অনেক দূর থেকে পানি সংগ্রহ করিয়া কাজ সমূহ পরিচালনা করিয়া আসছে।
কৃত্রিম প্রজনন কার্যক্রম পরিচালনার জন্য একটি প্রজনন সেডের বিশেষ প্রয়োজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস